পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটির নাম ইনল্যান্ড তাইপান। এই সাপের এক ছোবলেই ১০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। যেটি কামড়ালে মানুষ এক ঘন্টাও বাঁচতে পারে না। মূলত অস্ট্রেলিয়ার মাটিতে এই সাপের বসবাস। ভোরের দিকে এই সাপ সবচেয়ে সক্রিয় থাকে। দিনের বেলায় মাটির গভীর ফাটল এবং অন্য পশুদের গর্তের মধ্যে থাকে।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রিস্টল বলছে, তাইপানের কামড়ে সর্বোচ্চ ১১০ মিলিগ্রাম বিষ বের হতে দেখা গেছে। যে পরিমাণ বিষ দ্বারা ১০০ জন মানুষ ও আড়াই লাখ ইঁদুর মারার জন্য যথেষ্ঠ। এক্সপার্টরা তাই এই সাপ দেখলেই দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।বিষাক্ত এই তাইপানের গায়ের রং চকচকে গাড় বাদামি এবং হালকা সবুজ বর্ণের। চোখের রংও গাড় বাদামি রঙের।
এই তাইপান সাপ ৬ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপ ১০ থেকে ১৫ বছর বেচেঁ থাকে। সাপটি দেখতে যেমন ভংঙ্কর তেমনি তার বিষও মারাত্মক। তাই চলাচলের সময় সাবধানে চলবেন।