ব্যাকটেরিয়ার কেন টিস্যু নেই?

ব্যাকটেরিয়ার টিস্য নেই কারণ-

একই বা ভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি ও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। অর্থাৎ কতগুলো কোষ সমষ্টিগতভাবে কলা তৈরি করে। ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। সুতরাং, এরা টিস্যু তৈরি করতে পারেনা এবং এদের কোন টিস্যু নেই।

মাইট্রোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন?

লাসিকাতন্ত্র কী?

অনৈচ্ছিক পেশি কি?

Leave a Comment