এক লোক বিয়ে করেছে তার একটা শালা আছে ক্লাস থ্রিতে পড়ে। লোকটা রসিকতা করে তার সালাকে বলল ওই শালা বলতো দেখি এক কেজি আপেলের দাম যদি একশ টাকা হয় তাহলে আমার বয়স কত। লোকটার শালা সাথে সাথে উত্তর দিল দুলাভাই আপনার বয়স ৩৬ বছর। শালার এই কথা শুনে দুলাভাই তো আবার। কারণ তার আসল বয়স শশুর বাড়ির কাউকে বলেনি। সে তো বয়স গোপন করে বিয়ে করেছে। তাহলে তার শালা তার সঠিক বয়স জানলো কিভাবে।
লোকটা এবার তার ছোট শালাকে বলল ভাই তুই বল তো কি করে বললি আমার বয়স ৩৬ বছর। তখন তার শালা বলল দুলাভাই আমার বোন হচ্ছে হাফ পাগল ওর বয়স ১৮ বছর আর আপনি হচ্ছে ফুল পাগল। আপনার বয়স আমার বোনের দ্বিগুণ। তাই ১৮+১৮ =৩৬ বছর। হিসাব একেবারে সোজা।
স্মৃতি শক্তি বৃদ্ধি করার উপায় !