ময়মনসিংহ শহরের মুক্তিযুদ্ধের ঘটনা….ময়মনসিংহ শহরের মুক্তিযুদ্ধের ঘটনা….. বিস্তারিত জেনে নেওয়া যাক…….
ভাষা শহীদ আবুল জব্বার এর শহর ময়মনসিংহে ভারত বিভাগের পরপরই রাষ্ট্রভাষা নিয়ে সচেতনতা তৈরি হয়। ১৯৪৭ সালের ২৪ ডিসেম্বর বাংলা ভাষার পক্ষে স্থানীয় বিপিন পার্কের সম্মিলিত ছাত্র পরিষদের একটি সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রফিক উদ্দিন ভূঁইয়া। এছাড়া আলাউদ্দিন তালুকদার, পানু মজুমদার, কানু রায়, কানু মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।এ সভায় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করার জোর দাবি জানানো হয় । in short
১৯৫২ সালে ঢাকায় কর্মসূচিকে সামনে রেখে ময়মনসিংহ বাসী প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। একদিন দুপুরে ঢাকায় ছাত্র হত্যার খবর এসে পৌঁছালে যাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তাদের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। দলে দলে লোক তরুণ আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়ার শ্যামাচরণ রোডে বাড়িতে সমবেত হতে থাকে । পরদিন বাইশে ফেব্রুয়ারি মহকুমার মুসলিম লীগের সভাপতি ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে টাউন হলে এক জনসভা অনুষ্ঠিত হয়। in short
এখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এতে ২৫৬ জন সদস্য ছিলেন। আনন্দমোহন কলেজের শিক্ষক সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে সভাপতি এবং রফিক উদ্দিন ভূঁইয়াকে এ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের সর্বত্র ধর্মঘট পালিত হয়। ছাত্র হত্যার প্রতিবাদের ২৪ ফেব্রুয়ারি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিগত এক আলোচনায় মিলিত হয়ে তিন দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। in short
মিছিল সংগ্রাম উত্তাল হয়ে ওঠে ময়মনসিংহের প্রতিটি মহকুমার ও থানা। প্রত্যন্ত অঞ্চলে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
কর্নাটকের প্রথম যুদ্ধ সম্পর্কে জেনে নিন……
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন dailystory0.5