মহিউদ্দিন রনির জন্ম বরিশালের এক অজপাড়া গায়ে। বরিশালে বেড়ে ওঠা রনির শিক্ষাজীবন শুরু হয় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে। বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর চলে আসেন ঢাকাতে, সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে পরার সুযোগ পান রনি’। এখান থেকে তিনি স্নাতক শেষ করেন। রনির বাবা মোহাম্মদ সেলিম হাওলাদার, যিনি দীর্ঘ জীবন দেশের বাইরে কাটিয়েছেন। মা রেনু বেগম একজন উদ্যোক্তা।
দুজন ভাই বোনের মধ্যে সবার বড় রনি । তার একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে। মহিউদ্দিন রনি বিভিন্ন সময় জড়িয়েছেন নানা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। কাজ করেছেন রোভার স্কাউট, ন্যশনাল চিলড্রেন টাস্কফোর্স বাংলাদেশ এমনকি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর মতো জায়গায়। মহিউদ্দিন রনি ব্রিটিশ কাউন্সিলের একজন ট্রেনার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ইয়ুথ এডিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নানা সামাজিক কর্মকান্ডে জড়িত রনি ‘বিডি ক্লিন বরিশাল’ একজন সক্রিয় সদস্য। এসবের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন সৃজনশীলতা টর্চলাইট ফাউন্ডেশন।
সাধারণ মানুষ রনিকে চিনেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে। তার উপস্থিতি দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই মহিউদ্দিন রনি বাংলাদেশ রেলওয়ের ভিত বাড়িয়ে দিয়েছিলেন। সিস্টেম নিয়ে প্রশ্ন তুলে হইচই ফেলে দিয়েছিলেন। রনির সেই প্রতিবাদী সত্ত্বা ক্রমশ বড় হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে তিনি সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন। তিনি সকলের মনে আস্থার প্রতিক হয়ে দেখা দিয়েছিলেন। বর্তমানে তিনি ওমরা হজ্জ পালন করতে সৌদিআরব গেছেন।
সাংবাদিক সালাউদ্দীন সুমন একজন ইউটিউবার
মোবাইলের ব্যাটারি ভালো রাখার কৌশল Tips to keep your mobile battery good