মাইট্রোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন?

মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গানু। এখানেই শ্বসনের সকল কাজ সম্পন্ন হয়। আর এ শ্বসনের মাধ্যমেই জীবদেহের শক্তি উৎপন্ন হয়ে থাকে।

অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটোকনড্রিয়া। তাই একে কোষের শক্তির উৎপাদন কেন্দ্র, শক্তি ঘর বা পাওয়ার হাউজ বলা হয়ে থাকে।

কেন বীজ শুকানো প্রয়োজন ব্যাখ্যা কর https://alviedu.com/মাইট্রোকন্ড্রিয়াকে-শক্/

প্রোক্যারিওটিক সেল  কি?

রুপান্তরিত প্লাস্টিড কী?

Leave a Comment