মিজানুর রহমান আজহারী কেন দেশ ছেড়েছিলেন তা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে হয়তো জাগতে পারে। তিনি একাধিক কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে আজহারীর এক মাহফিলে ১২ জন সদস্যের ভারতীয় নাগরিক ধর্ম পরিবর্তনের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হয় তৎকালীন সরকারের অদৃশ্য চাপেই আজহারী দেশ ছাড়তে বাধ্য হন।
আজহারীর ভক্তদের মতে মাহফিল গুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। এছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকলে আজহারীকে দেশছাড়া করা হয়। তাছাড়া তিনি শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না। অসংখ্য ভন্ড পীর মুরিদপন্থী লোকজনেরা চক্ষুসুল ছিলেন। তারাও বিভিন্নভাবে আজহারী কে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করেছিল বলে ধারণা করা হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। কারণ হিসেবে তিনি পারিপার্শ্বিক চাপের কথা উল্লেখ করেছিলেন। এবার প্রায় সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে তিনি দেশে ফিরেছেন।