মুকেশ আম্বানির বাড়ি সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানি। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নয় নাম্বারে আছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ 96 মিলিয়ন ডলার। তার বাড়ি তো আর অন্যান্য সাধারণ ব্যক্তিদের মতো সাধারণ নয়। তিনি যে বাড়িতে বাস করেন সেটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল বাড়ি।
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই বাড়িটি নির্মাণে খরচ হয়েছে ২. ২ মিলিয়ন ডলার। বাড়িটির উচ্চতা হল ২৭ তলা।২৭ তদা এই ভবনে বাস করেন আম্বানি পরিবারের মোট ৬ সদস্য। আর তাদের সেবায় নিয়োজিত আছে ৬০০ কর্মী। একদিক দিয়ে বলা যায় প্রতিটি সদস্যের জন্য ১০০ জন করে কর্মী আছে। আম্বানির এই বাড়িটির নাম আন্দিনিয়া।
আটলান্টিক মহাসাগরের নিচে রহস্যময় নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করা হয়। ভারতের মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা আলটামাইন্ট সড়কে তার অবস্থান। ২০১২ সাল থেকে আম্বানি পরিবার এই বারটিতে বসবাস করে আসছে। ভবনটি থেকে আরব সাগরের সৌন্দর্য উপভোগ করা যায় এবং দেখা যায় পুরো মুম্বাই শহর। মুকেশ আম্বানির বাড়িটির আয়তন ৪ লাখ স্কয়ার ফিট।
তার এই বাড়িটি পৃথিবীর সেরা সব জিনিস দিয়ে সাজানো হয়েছে। ভবনটি ২৭ তলা বিশিষ্ট হলেও উচ্চতায় একটি স্বাভাবিক ২৭ তলা ভবনের চেয়ে অনেক বেশি। ভবনের মোট উচ্চতা ৫৬৮ ফুট। যেদিকে সাধারণ একটি ভবন হতে পারে ৬০ তলা। তারা ২৭ তলা ভবনের একটা বিশেষত্ব হলো আট মাত্রা ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম।
ভবনটির ডিজাইন করা হয়েছে পদ্মফুল ও সূর্যের আদলে। ভুবনের ভেতরে এই দুটি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। মার্বেল পাথর, ঝিনুক আরো অনেক কিছুর সাহায্যে সাজিয়ে তোলা হয়েছে ভবন। আম্বানি পরিবার সদস্যরা ভবনের উপরে ছয় তলা নিয়ে বাস করেন। মুকেশ আম্বানির স্ত্রী মিতা আম্বানি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা ঘরের ভেতর সূর্যের আলো পেতে চেয়েছিলাম এবং সেভাবেই নকশা করা হয়েছে।
পিতা আম্বানি জানান বাড়িতে নির্মাণস্বরূপ আধুনিক হলেও বাড়িটিতে রয়েছে ভারতের ঐতিহ্যের ছোঁয়া। তার গাড়ি সংগ্রহের সং রয়েছে যেহেতু তাই তিনি গাড়ি পার্কিং লট বানিয়েছেন বিশাল আকারে। তার গ্যারেজে রয়েছে মোট ৬৭ কি গাড়ি। বাড়ির ভেতরে রয়েছে নয়টি লিফট এছাড়াও আছে বিনোদন কেন্দ্র যা দুটি ফ্লোর নিয়ে সাজানো। এছাড়া রয়েছে স্টুডিও, সুইমিংপুল, আইসক্রিম পার্লার, এবং রয়েছে একটি ব্যক্তিগত থিয়েটার। যেখানে ৫০ জন মানুষ বসে উপভোগ করতে পারে অনুষ্ঠান। মুম্বাইয়ের আবহাওয়া উষ্ণ।
তার জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। আরো অনেক কিছু নিয়ে গড়ে উঠেছে মুকেশ আম্বানির নির্মিত এই বাড়ি।