কোন ধরনের মানুষ তাড়াতাড়ি মারা যায়, আর কোন মানুষ দেরিতে মারা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন নিঃসন্দেহে হায়াত মউত আল্লাহর হাতে। তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় আর কিছু কিছু কর্ম আমাদের হায়াত কমিয়ে দেয় বা দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন যে মানুষ অশ্লীল দৃশ্য বেশি দেখে এবং বেগোনা নারীর দিকে খুব খারাপ নজর দেয়, তার হায়াত অতি দ্রুত কমতে থাকে।
দুনিয়ার মায়ায় ডুবে থাকা ব্যক্তিদেরও হায়ত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির ওপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে দীর্ঘ হায়াত পায়।
স্মৃতি শক্তি বৃদ্ধি করার উপায় !
প্রতিদিন সকালে যে অভ্যাসগুলো মেনে চলবেন?
আমাদের ইউটিউব চ্যানেল albe hossin