রেকর্ড গড়লেন আর্জেন্টিনা ২য় বারের মতো কোপা অ্যামেরিকা…

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে মাঠ ছেড়ে ডাগআউটে বসে কাদছেন মেসি। আর্জেন্টিনা সমর্থক সহ সবার কপালে তখন দুশ্চিন্তার  আভাস। ম্যাচের ১১২ মিনিটে লাউতারো মার্টিনেসের দুর্দান্ত এক গোলে মেসির কান্না রূপ নিল আনন্দে। মূল টাইম পার হয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে লাউতার মাল্টিনেসের একটি গোলে কলম্বিয়া কে ১-০ তে হারিয়ে দ্বিতীয় কোপা আমেরিকা জয় করল আর্জেন্টিনা।

গত বিশ্বকাপে সহজ গোল মিস করে দল থেকে প্রায় হারিয়ে গিয়েছিল লাউতারো মাল্টিনেস। কিন্তু সময়ের পরিবর্তনের ফলে লাউতারোই হয়ে গেলেন এবারের কোপা আমেরিকার আসল হিরো। ঘরির কাটায় যখন ৪৬ মিনিটে মেসির এই আবেগ প্রবণীয় কান্না মনে রাখবে ফুটবল বিশ্ব। তেমনি মেসিও তার সতির্থরা মনে রাখবেন এই আরর্জেন্টিনা দলটাকে। ম্যাচ জিতে বুঝিয়ে দিলেন হাসি মুখে অবসর নিতে পারবেন বিশ্বসেরা ফুটবলার মেসি।

ম্যাচের শুরুতে তেমন সুবিধা পাননি গোল করতে আর্জেন্টিনা। মেসি বাহিনীর চেয়ে কলম্বিয়া ছিল বেশ কিছু এগিয়ে। ০-০ গোল নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। তারপর পাল্টে যায় ম্যাচের চিত্র।ম্যাসের ৬৯ মিনিটে মেসির ইনজুরী মেসিকে কান্নায় ভেঙে পরতে বাধ্য করে। ৮৮ মিনিটে আলভারেজের শট লক্ষভষ্ট হলে খেলা শেষহয় ৯০ মিনিটের। অতিরিক্ত সময়ের প্রথম ভাগেও আসেনি গোল। সাহসিকতার সাথে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোল রক্ষক।অবশেষে ১১১ মিনিটে আসে সেই গেলের মুহুর্ত বল পান লাউতারা মার্টিনেজ। দারুন এক শটে গোল করে লাউতারো মার্টিনেজ।

লাউতারো মার্টিনেজের একমাত্র গেলেই কোপা শিরপা অর্জন করলেন মেসি বাহিনী। ফুটবল ইতিহাসে আরো একবার নাম লেখালেন মেসি স্ক্যালনি অপরাজিত আর্জেনটিনা।

সাংবাদিক সালাউদ্দীন সুমন ইউটিউবার হওয়ার গল্প

ম্যাক ট্রাক রাস্তার দানব দেখতে বিশালাকার ট্রেনের মতো।

কত সালে ক্যালসিয়াম কার্বাইড আবিষ্কার করা হয়?

Leave a Comment