শেখ হাসিনাকে গান শুনিয়ে তোপের মুখে চঞ্চল চৌধুরী

শেখ হাসিনাকে গান শুনিয়ে বিপাকে পড়েছেন চঞ্চল চৌধুরী। শেখ হাসিনাকে বলেছিলেন আপা আপনাকে একটা গান শোনাই- এমন আবদার করেছিলেন তিনি। এরপর গাইতে শুরু করেন চোখ ছলছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ইত্যাদি গান গেয়ে শোনান তিনি।কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত চঞ্চল চৌধুরীকে কোথাও  প্রতিবাদ জানাতে বা সমর্থন জানাতে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় কোন সমর্থন জানায়নি এবং রাজপথে তিনি ছিলেন না।

সোজা কথায় এই আন্দোলন নিয়ে নীরবেই ছিলেন তিনি। এসবের মধ্যে শেখ হাসিনাকে গান শোনানোর ভিডিও নতুন করে ভাইরাল হলে, নেটিজিয়ানরা চঞ্চল চৌধুরীর ওপর খোবে ফুলে উঠছেন। তবে চঞ্চল চৌধুরী, সোশ্যাল মিডিয়া জানিয়েছেন, আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। তার মায়ের অসুস্থতার কথাও তিনি জানিয়েছেন। সমালোচনা হচ্ছে তার নামে।

২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বাংলাদেশিই উল্লাস  মেতে উঠেছিলেন। এতে ভারতীয়রা বাংলাদেশীদের অকৃতজ্ঞ বলেছিল। চঞ্চল চৌধুরীরও এই বিতর্কে যোগ দিয়েছিলেন। ভারতের সংবাদ মাধ্যম আজতাক-কে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরীর দাবী করেন , বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিরোধী। তিনি বলেন মুক্তিযুদ্ধে যারা ভারতের অবদান মনে রাখেনা তারা বংশ পরম্পরায় ভারত বিরোধী এবং সবসময় পাকিস্তানের পক্ষে থাকেন।

সেনা অফিসার মেজর ডালিমের পরিচয়

ক্যাপটেন আশিক সেনা গৌরবের পুরস্কার পেলেন !

Leave a Comment