আপনার সন্তানকে ৭ টি বিষয় শেখাবেন।-আপনার সন্তানকে আদর্শ
সন্তান হিসাবে গড়ে তুলবেন।
১। কিভাবে উপকারী কোন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা শেখান।
২। বুলিং এর শিকার মানুষটি মানসিকভাবে কতটা কষ্ট পা তা সন্তানকে বুঝিয়ে বলুন।
৩। কোন ব্যক্তির চারিত্রিক বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে যেন বাজে মন্তব্য না করে ।
৪। দুজন ব্যক্তি কথা বলছে এমন সময় তাদের মাঝখানে কথা বলে ওঠা বা ব্যাঘাত ঘটানো উচিত নয়।
৫। সন্তান কোন ভুল করলে তাকে দুঃখিত বলা। অভিভাবক হিসেবে আপনি যদি কোন প্রকার ভুল করে ফেলেন তবে দুঃখিত বলুন।
৬। অন্যের গোপনীয়তাকে সন্মান করতে শেখান। কারো রুমে প্রবেশের দরকার হলে দরজায় নক করা এবং তার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে শেখান।
৭। যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হেরে যাওয়া বা জয়ী হওয়াটা বড় কথা নয় এ ব্যাপারে ধারণা দেওয়া।
উপদেশগুলো ভালো লাগলে দয়া করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
শরীর দুর্বল হলে করনীয় কী? বিস্তারিত পড়ুন।
ড. জাকির নায়েকের পরিচয় তিনি কত সালে জন্মগ্রহন ও আরও বিস্তারিত তথ্য।
ছয় মাসে নিজেকে পরিবর্তন করুন এই কাজগুলো ভালো ভাবে পালন করুন।