শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় সেনাপ্রধানের জরুরি মতবিনিময় সভা। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার তেষরা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।একাধিক সূত্র জানায় জরুরি মতবিনিময় মতবিনিময় সভায় সেনাপ্রধান, কর্মকর্তাদের উদ্যেশে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশজুরে হত্যা, ধর্ষন, লুটপাট বেড়ে যাবে।তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে।
সেনাপ্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি। বিক্ষব সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্য নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেবো না,আমরা আর কোনো গুলি ছুরবো না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ বাহিনীকে দায়ি করেন। সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন,যে সেনাবাহিনীর গাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে। তা তো মানা যায় না।
জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোপকারী গুলিতে নিহত হয়েছেন। এরকম পরিস্থিতিতে এরকম ঘটতেই পারে।তিনি বলেন আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নিবিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। এর আগে শুক্রবার সেনাপ্রধান এক জরুরি বার্তায় এ মতবিনিময়ের জন্যে ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে কর্মরত সকল কর্মকর্তাকে সসরিরে কমবেট পোষাকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেন।