সর্বশেষ ইসমানি কিতাব হল মহাগ্রন্থ আল কুরআন। আল কুরআন আল্লাহ তায়ালার বাণী। মানবজাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তা’আলা হযরত জিব্রাইল (আ.)- এর মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.)- এর ওপর এ কিতাব নাযিল করেন। আল কুরআনই হল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব।
নবী করীম (স.) এর 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কুরআন নাযিল শুরু হয়। অতঃপর রসূল (স.) এর নবুয়তের ২৩ বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পন্ন কোরআন নাজিল হয়। আল কুরআন ৩০ টি খন্ডে বিভক্ত। এগুলোর প্রত্যেকটিকে এক একটি পারা বলা হয়। এর সূরার সংখ্যা ১১৪ টি এবং রুকু সংখ্যা ৫৫৮টি।
আল কুরআনের নামকরণ
কুরআন অর্থ পঠিত। আল কুরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কুরআন তিলাওয়াত করা হয়। এর দৃষ্টিকোণ থেকে এ মহাগ্রন্থকে কুরআন বলা হয়। কুরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা। আল কুরআনে পূর্ববর্তী সকল আসমানী কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কোরআন বলা হয়।
আসমানি কিতাব অবশ্যই বিশ্বাস করতে হবে কেননা তা