সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ধারণা

সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ধারণা। যে কোনো সমাজের রীতিনীতি, মনোভাব , এবং সমাজের অন্যান্য অনমোদিত আচার আচরণ সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়। তাই যে সব ধ্যান ধারণা, বিশ্বাস , লক্ষ্য ও উদ্দেশ্য , সংকল্প মানুষের আচার- আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টিই হলো মূল্যবোধ। যেমন- বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অতিথির প্রতি সন্মান প্রদর্শন ছোটদের প্রতি স্নেহ, মায়ামমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এই মুল্যবোধের অবনতিই সামাজিক মূল্যবোধের অবক্ষয়, যা সামাজিক অসঙ্গতির মূল কারণ।

সৈয়দ নজরুল ইসলাম এর পরিচয়

পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত তারিখে?

বুয়েটের ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার

Leave a Comment