সূরা  আদ-দুহা

সূরা আদদুহার পরিচয় সম্পর্কে আলোচনা

সূরা আদ-দুহা আল-কুরআনের ৯৩ তম সূরা। এর আয়াত সংখ্যা ১১ টি। এটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। সূরাটির প্রথম  শব্দ দূহা থেকে এ সূরার নামকরণ করা হয়েছে আদ-দুহা।

হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে, একবার রাসুলুল্লাহ (স.) অসুস্থ থাকার কারণে দুই তিন রাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এ সময় জিব্রাইল (আ.) আল্লাহতালার পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। এতে মক্কার কাফের- মুনাফিকরা বলতে লাগলো যে, মুহাম্মদ (স.)-কে তার প্রতিপালক পরিত্যাগ করেছে এবং তার প্রতি বিদ্রুপ হয়েছে। অন্যদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মহানবী (স.) এর নিকট এসে বলতে লাগলো, হে মোহাম্মদ ! আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। তুই- তিন রাত যাবত আমি তাকে তোমার নিকট আসতে দেখছিনা। কাফেরদের এসব কথায় ও ঠাণ্ডা  বিদ্রুপে মহানবী (স.) মর্মাহত হন। তখন আল্লাহ তায়ালা প্রিয়নবি (স.) -কে সান্ত্বনা প্রদান করে এ সূরা নাজিল করেন। এ সূরার মাধ্যমে কাফিরদের প্রচারিত গুজবের প্রতিবাদও জানানো হয়। 

সূরা আদদুহার বাংলা অনুবাদ

পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি-

শপথ পূর্বাহ্নের। শপথ রাতের, যখন তা নিঝুম হয়। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরুপও হননি। নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার প্রতিপালখ আপনাকে অনুগ্রহ দান করবেন, আর আপনি  সন্তুষ্ট  হবেন। তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি?  অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন। তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন, তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না এবং প্রার্থীকে ধমক দেবেন না। আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন।

সূরা আশ-শামস 

সর্বশেষ আসমানি কিতাব কোনটি

উচ্ছিষ্ট খাবারে পরিতৃপ্ত হওয়া

Leave a Comment