সূরা আশ-শামস 

সূরা আশ-শামস সম্পর্কে বিস্তারিত আলোচনা-

সূরা আশ-শামস এর আয়াত সংখ্যা ১৫ টি। সূরা আশ-শামস মাক্কি সূরার অন্তর্গত। এ সূরার প্রথম শব্দ শামস থেকে এর নামকরণ করা হয়েছে আশ-শামস। এটি আল কুরআনের ৯১ তম সূরা। 

সূরা আশশামস এর বাংলা অনুবাদ

পরম দয়ালু আল্লাহর নামে –

শপথ সূর্যের এবং তার কিরণের । শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। শপথ দিনের যখন সে তাকে (সূর্যকে) প্রকাশ করে। শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে। শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তার। শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর। শপথ মানুষের এবং যিনি তাকে সুঠাম করেছেন, তাঁর।  অতঃপর তিনি তাকে তার অসৎকর্ম ও  সৎকর্মের জ্ঞান দান করেছেন। সে-ই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে। আর সে-ই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে।

ছামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল। যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠলো। তখন আল্লাহর রাসূল তাদের বললেন, আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে তোমরা সাবধান হও। কিন্তু তারা তাকে (রা.)-কে অস্বীকার করলো এবং তাকে কেটে ফেললো। পরে তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদের সমূলে ধ্বংস করে। একাকার করে দিলেন। তিনি (আল্লাহ তায়ালা) এর পরিনাম সম্পর্কে ভয় করেন না।

আইপিএল এর দলগুলোর আয়ের উৎস

আইপিএল এর দলগুলোর আয়ের উৎস

এ কে আজাদের সফলতার গল্প

Leave a Comment