স্থলপথ কি?

স্থলপথে যোগাযোগের ও মালামাল স্থানান্তরের  মাধ্যম হিসেবে সড়ক পথ সর্বাধিক ব্যবহৃত হয়। গ্রাম্যরাস্তা, নগরের রাস্তা, সংযোগ রাস্তা, জাতীয় ও আন্তর্জাতিক জনপথ ইত্যাদি এর আওতাভুক্ত।

বিভিন্ন ধরনের যানবাহনের সহজ গমনাগমন মালামাল বা দ্রব্যসামগ্রীর সহজ পরিবহন ও যাত্রী সাধারণের সহজ যাতায়াতের জন্য  প্রযুক্তিবিদ্যার যে শাখায় রাস্তার প্ল্যানিং, ডিজাইন কনস্ট্রাকশন, মেইন টেন্যান্স অপারেশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করে, তাকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং ( Highway engineering) বলা হয়।

প্রচুর পরিমাণে মালামাল স্থানান্তর ও যাত্রী পরিবহনে এর সড়ক পথ কার্যকর সহায়তা দান করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বীরশ্রেষ্ঠ এক যুবক এর গল্প

উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা !

Leave a Comment