হযরত ঈসা (আ:)- এর ইন্তেকাল

হযরত ঈসা (আ:)-এর সাত বছর অতিক্রান্ত হওয়ার পর সৎ ও ভালো কাজের পাশাপাশি স্বার্থপরতা ও অবাধ যৌনাচারের ব্যাপ্তি ঘটতে থাকবে। এইসব অনাচার হযরত ঈসা (আ:) এর জীবদ্দশাতেই আরম্ভ হবে। পুনরাগমনের পর হযরত ঈসা (আ:) ৪০ বছর পর্যন্ত দুনিয়ায় অবস্থান করবেন। এ সময় তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। তার ঔরসে সন্তানাদিও জন্মগ্রহণ করবে। এরপর হযরত ঈসা (আ:) ইন্তেকাল করবেন। হযরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযার পার্শ্বেেই তাকে দাফন করা হবে।

হযরত ঈসা (আ:)-এর ইন্তেকালের পর ইয়েমেনের অধিবাসী কাহতান, গোত্রের এক ব্যক্তি যার নাম হবে জাহজাহ, মুসলিম উম্মাহর শাসনকার্যের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি অত্যন্ত সততা ও ন্যায়পরায়ণতার সাথে মুসলিম উম্মাহর আয় খলিফার দায়িত্বে আসবেন। কিন্তু তাদের শাসনামলে অজ্ঞতা আর কুফরি ব্যাপক হারে মাথাচাড়া দিয়ে উঠবে। কু-প্রথার প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পাবে। শিক্ষার হার সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকবে।

  আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত

ইয়াজুজ- মাজুজের ধ্বংসলীলা

ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হেসেনের  গল্প

Leave a Comment