হুমায়ুন আজাদ জন্ম গ্রহণ করেন রাড়িখাল, বিক্রমপুর। তার তার লিখিত কাব্যগ্রন্থ গুলো হল-
অলৌকিক ইস্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রু বিন্দু , চিতাবাঘ, যতই গভীরে যাই মধু যতই ওপরে যাই নীল।
তার লিখিত উপন্যাস হলো-
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল, পাক সার জমিন সাদ বাদ, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ।
কবি হুমায়ুন আজাদের লিখিত কিশোর উপন্যাস-
১. আব্বুকে মনে পড়ে।
কবি হুমায়ুন আজাদ এর লিখিত ভাষাতত্ত্ব গুলো হলো-
লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী, কতো নদী সরোবরে বা বাংলা ভাষার জীবনী, বাক্যতত্ত্ব, তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
কবি হুমায়ুন আজাদ এর সমালোচনামূলক গ্রন্থ
রাষ্ট্র ও সমাজ চিন্তা, নারী, দ্বিতীয় লিঙ্গ, শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা।