হৃদপেশিকে কি বলা হয়?

হৃদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কারণ- হৃদপেশি বা কার্ডিয়াক পেশি মেরুদন্ডী প্রাণীর এক বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশি। এ টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। তাই হৃদপেশিকে অনৈচ্ছিক  পেশি বলা হয়। যে সকল কোষের নড়াচড়া, চালচলন খাদ্য গ্রহণ  প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে হৃদপেশি বলে।

মাইট্রোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন?

প্রোক্যারিওটিক সেল  কি?

রুপান্তরিত প্লাস্টিড কী?

Leave a Comment