১৫ কোটি টাকার বেতন, হ্যাঁ ঠিক শুনেছেন, একটি চাকরি করবেন সেখানে আপনি বেতন হিসেবে পাবেন প্রতিমাসে ১৫ কোটি টাকা। কাজ শুধুমাত্র সমুদ্রের মাঝে একটি লাইট হাউজ পাহারা দেওয়া। সেখানে কাজের কোন চাপ নেই। যখন খুশি ঘুমাবেন, খাবেন দাবেন, মাছ ধরবেন আবার নিশ্চিন্তে ঘুমাবেন। সেখানে কাজ থাকবে লাইট হাউসে থাকা বাতিটি জ্বলছে কিনা সেটি দেখে রাখা। বন্ধ হলে আবার চালিয়ে দিতে হবে।
এত সুযোগ সুবিধা থাকার সত্বেও কেউ এই কাজটি করতে চায় না। কারণ লাইট হাউস সাধারণত সমুদ্রের গভীরে বা তীরে এ অবস্থিত হয়। যার আসে পাশে বসবাসরত কোন মানুষ থাকে না। এজন্য এখানকার কর্মীদের মাসের পর মাস একা থাকতে হয়। এছাড়াও নদীতে ঢেউ খুব তীব্র হয়। কোন কোন সময় লাইট হাউসে ঢেউ আছড়ে পড়ে। যে কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উপকূল থেকে দূরবর্তী হওয়ায় যদি কোন বিপদ হয় তাহলে তার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। একদিকে ১৫ কোটি টাকা অন্যদিকে জীবন মরণ খেলা। এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক চাকরি এইটা।
একতাই বল একতাই শক্তি, বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ?