১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পটভূমি । সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্য , আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয়। ১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্র প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। একটি সংবিধান প্রনয়ন করে জাতির আশা- আকাঙ্ক্ষা পূরণের জন্য রাষ্ট্রপতি ১৯৭২ সালে ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। এ আদেশ অনুসারে ১৯৭০ সালে নির্বাচনে নির্বাচিত প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্যগণ গণ পরিষদের সদস্য হবেন। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয় । ১৯৭২ সালের ৮ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এং ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন. এই সংবিধান শহিদের রক্তে লিখিত,এ সংবিধান সমস্ত জনগণের আশা= আকাঙ্ক্ষা মূর্ত প্রতীক হয়ে বেচেঁ থাকবে। পাকিস্তানের সংবিধান প্রনয়ন করতে সময় লেগেছিল ৯ বছর (১৯৪৭সাল থেকে ১৯৬৫ )।
Product Highlight
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nunc imperdiet rhoncus arcu non aliquet. Sed tempor mauris a purus porttitor
Learn more