৫০ বছর পর চাদেঁ যাচ্ছে নাসা..

সুদীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদে যাচ্ছেন নাসা। প্রতিবার সময়টা অল্প হলেও এবার আর অল্প সময়ের জন্য নয়। এবার প্রথম মানুষ চাদে বাস করবে এবং সেখানে কাজ করবে। মার্কিন মহাকাশ সংস্থার আর্টেমিস চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির প্রচেষ্ঠা চালাচ্ছে। এছাড়া নাসার বেশকিছু চুক্তি বেসরকারি প্রযুক্তি বেসরকারি সংস্থাগুলোকে দেওয়া হচ্ছে।

২০২২ সালের দিকে মিশনের প্রথম দিকে মানবহীন স্পেস ক্যাপসুল চাদকে প্রদক্ষিণ করবে ২৫ দিনের জন্য।প্রথমবারের মতো মাহকাশচারীদের ২০২৪ সালে যাত্রা করার কথা রয়েছে। চীন, রাশিয়া এবং ভারতেও পরিকল্পনা করছে মিশনের জন্য। সকলের জানামতে চাদঁ বসবাসের যোগ্য স্থান নয়। চাঁদের দিনের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস রাতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৭- ডিগ্রি। সেখানে নেই অক্সিজেনও।মার্কিন কোম্পানি অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির তৈরি এক বাহনের সাথে চাদের মেরুতে পাওয়া প্রচুর পরিমাণে পানি সংগ্রহ করতে প্রস্তুত ভাইপার মন।

জেনারেল মোটরস লকহিড মার্টিনের সাথে মিলে একটি ব্যটারি চালিত চন্ত্র রোবট তৈরিতেও কাজ করছে।পরবর্তি অভিজারে জন্য চালন শক্তী হিসাবে হাইড্রোজেন বা অক্সিজেন উতপাদন করতে সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হলো পানি। তখন চাদের পৃষ্ঠ থেকে উতক্ষেপন করা পৃথিবীর তুলনায় অনেক সস্তা হবে।এভাবে আর কিছু তথ্য ও গবেষণার মাধ্যমে নাসা গবেষণা ইন্সিটটিউট প্রতিনিয়ত কাজ করে চলছে।

সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলার

জনপ্রিয় শিক্ষক ফাহাদ স্যার গ্রেফতার ও তার জীবনি সম্পর্কে,,

আমাদের ইউটিউব চ্যানেল albe hossin

Leave a Comment