শহীদুল্লাহ কায়সার এর ঘটনা।

 শহীদুল্লাহ কায়সার 1972 সালের 16 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন  বাংলাদেশী  উপন্যাসিক এবং লেখক। কায়সার(বর্তমান ফেনী জেলায়) মাছপুর গ্রামে ভাব  নয়ীম মুহাম্মদ শহীদুল্লাহ হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং অর্থনীতিতে  সম্মান সহ   স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর করছে ভর্তি হন কিন্তু তা শেষ করতে পারেননি। কায়সার তার ছাত্র জীবন থেকেই রাজনীতি এবং সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।  ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তিনি পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টিতে যোগদান করেন। তিনি ১৯৪৯ সালে ঢাকায় দৈনিক ইত্তেফাক পত্রিকা সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলনে তার রাজনৈতিক ভূমিকার জন্য ১৯৫২ সালের জুন মাসের ৩ তারিখে কায়সারকে গ্রেফতার করা হয়। পরে তাকে সাড়ে তিন বছরের জেলে সাজা দেওয়া হয়। 

১৯৫৫ সালে তার মুক্তির ঠিক পর তাকে আবার গ্রেফতার করা হয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য জেলে পাঠানো হয়। কয়েক বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। ১৯৫৮ সালে  কায়সার দৈনিক সংবাদ পত্রিকা সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। যেখানে তিনি তার জীবনের অবশিষ্ট দিনগুলো পর্যন্ত কাজ করে।

1958 সালে সামরিক অভ্যুত্থান যখন  আয়ুব খানকে ক্ষমতায় বসালো এবং সামরিক শাসন জারি করা হলো তখন কায়সার কে আবার ১৯৫৮ সালের ১৪ই অক্টোবর গ্রেফতার করা হলো এবং ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে তার মুক্তির আগ পর্যন্ত তিনি চার বছর কারাগারে ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষে পাকিস্তানের সেনাবাহিনী এবং তার স্থানীয় দোসররা খ্যাতনামা বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করার পরিকল্পনা আটে। এর অংশ হিসেবে কায়সারকে 1971 সালের ১৪ই ডিসেম্বর তুলে নেওয়া হয়। তিনি আর কখনো ফিরে আসে নাই। কিংবা তার মৃতদেহ খোঁজ পাওয়া যায়নি।

হুমায়ুন এর জীবন কাহিনী।

আইনবিদ জনাব খলিলুর রহমান?

Leave a Comment