অন্ধকূপ হত্যা ১৭৫৬ সালের ১৬ জুন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সৈন্যের এর বাহিনী নিয়ে ইংরেজদের হাত থেকে কলাতা জয়ের লক্ষ্যে ফোর্ট উইলিয়ামে উপস্থিত হন। পথিমধ্যে তিনি কাশিমবাজারের ইংরেজ কুঠি দখল করেন। নবাবের এ অতর্কিত আক্রমণে ভীত হয়ে গভর্নর ড্রেক ও তার সঙ্গীরা ফুলতা পালিয়ে যান। তবে ইংরেজ সেনাপতি জে.জেড হলওয়েল প্রায় ১৭০ জন শ্বেতাঙ্গ সৈন্যের একটি দল নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গে থেকে যান। ২০ জুন ফোর্ট উইলিয়াম নবাববের হস্তগত হয় এবং হলওয়েল আ্মসমর্পণে বাধ্য হয়।
কলকাতা অধিকার করে সিরাজ-উদ-দৌলা আলীবর্দী খানের নামানুসারে এর নাম রাখেন আলীনগর। আত্মসমর্পনের পর কোনো ইংরেজের ওপর অত্যাচার করা হয়নি। কিন্তু হলওয়েল মুক্তি পেয়ে প্রচারণা চালায় যে. নবাব ১৪৬ জন ইউরোপীয় বনিকদের একটি মাত্র জানালাবিশিষ্ট ১৮ফুট দৈর্ঘ্য এবং ১৪ ফুট ১০ ইঞ্চি প্রস্থবিশিষ্ট একটি কক্ষে আটকে রাখেন। জুন মাসের প্রচন্ড গরমে এদের মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বাকি ২৩ জন কোনো রকমে বেচে যায়। হলওয়েল কর্তৃক প্রচারিত এ কাহিনি ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে এ কাহিনির পেছনে কোনো ঐতিহাসিক সত্যতা খুজে পায় না।