অন্যের ক্ষতি চাইলে শেষ পরিণতি কি হয়?

অন্যের ক্ষতি চাইলে শেষে নিজের ক্ষতি হয়। আমার প্রশ্ন তুমি কর্ম বিশ্বাস করো কি না…. কিন্তু আমি বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি কারো ক্ষতি করলে নিজেরো একদিন ক্ষতি হবে। তুমি কোথাও দেখতে পাবেনা কোনো ব্যক্তি অন্য কাউকে ক্ষতি করে নিজে ভালো আছে, খুব সুখে আছে, আনন্দে আছে। কিন্তু আপনি গভির ভাবে লক্ষ করলে একটা জিনিস জানতে পারবে বা অর্জন করতে পারবে। সে কথাটা হলে যে অন্যের ক্ষতি করে কত দিন ভালো আছে । কারো ক্ষতি চাইলে নিজের কখনো ভালো হয় না বা সুখে থাকা যায় না।

অন্য কাউকে ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজের কাছে ফিরে আসে সেটা হতে পারে কিছুদিন আগে বা পরে। আপনি হয়তো সেই মানুষটাকা মাফ করে সবকিছু ভুলে যেতে পারেন।…. কিন্তু কর্মফল তাকে তো ভোগ করতেই হবে.. কারণ যে অন্যের ক্ষতি করে তাকেও কিন্তু ক্ষতির সম্মুখিন হতে হয়। তাই যখন একজন মানুষ অন্য কাউকে ক্ষতি করে তখন তাকে বোঝা উচিত,,,ক্ষতিটা তার কাছেও ফিরে আসতে পারে…অন্য কোনো রূপে বা অন্য কোনো সময়ে।

মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য থাকা উচিত সবসময় ভালো থাকা সঠিক ভাবে বেচেঁ থাকা। আপনি যদি আশা করেন আপনি একজন কে ক্ষতি করে নিজে কিছু অর্জন করবো…. সেই অর্জন দিয়ে শান্তিতে থাকবো… এই ধরণের মানুষিকতা যদি কোনো মানুষ নিজের মনের মধ্যে রাখে তাহলে সে কখনো ভালো থাকতে পারে না। কারণ একটা মানুষের ক্ষতি করে সে যদি ভালো থাকতে চায় তাহলে সেই ক্ষতিটা তার উপরেও আসে। যার ক্ষতি করা হচ্ছে তার জীবনের বা তার চোখের পানির দাম আছে… আপনি কি কখনো চাইবেন আপনার একটা খারাপ কাজের জন্য একজন মানুষ চোখের জল ফেলুক।

অপনার কারণে যদি অন্য কেউ কষ্ট পায়, সেই কষ্ট একদিন না একদিন আপনাকে মেটাতে হতে পারে।

পান্তা ভাত খাওয়ার উপকারিতা ও অপকারিতা

Leave a Comment