অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়,,,,,অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজির প্রতিবাদির ঘটনা….. আমাদের ইউটিউবচ্যানেল
ভারতে ব্রিটিশ শাসনের বিররুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস যে অহিংস আন্দোলনের সূচনা করেছিল তাকে অসহযোগ আন্দোলন বলা হয় ।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুসলমানদের খিলাফত আন্দোলন মহাত্মা গান্ধীকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। স্বায়ত্তশাসনের ব্যাপারে ব্রিটিশদের প্রতিশ্রুতি ভঙ্গ , তুরস্কের ব্যবচ্ছেদ , অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে মহাত্বা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন।
আন্দোলনের কর্মসূচি হিসেবে অফিস-আদালত বর্র্জন, ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ বর্র্জন, বিলাতি দ্রব্য বর্র্জন, শ্রমিকদের কারখানা ত্যাগ প্রভৃতি কর্র্মসূচি গ্রহণ করা হয়। তবে এক পর্যায়ে কিছুসংখ্যক আন্দোলনকারীর উগ্র আচরণ সহিংস রূপ ধারণ করলে গান্ধীজী তার কর্র্মসূচি উঠিয়ে নেন। এ আন্দোলন সংগ্রামী ভারতবাসীর উদ্দীপনায় শক্তি সঞ্চারণ করেছিল।