হাম্মাদ ইবনে সালামা ছাবেত থেকে আবূ রাফে এর বরাতে বর্ণনা করেন। কুরাইশের এক ব্যক্তি চিত্তাকর্ষক পোশাক পরিধান করে হাঁটতে হাঁটতে হযরত আবূ হূরায়রা রাযি, এর কাছে আসলো। হযরত আবূ হূরায়রা রাযি. কে বললো, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে অনেক হাদিস বর্ণনা করেন। আমার এই পোশাকের ব্যাপারে কোনো হাদীস শুনেছেন কি?
হযরত আবূ হুরায়রা রাযি. বললেন, নি:সন্দেহে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। বর্ণনা না করার অপরাধে যদি আল্লাহ তা‘আলা আমাকে পাকড়াও না করতেন, তাহলে আমি তোমাকে বর্ণনা করতাম না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একজন তার পোশাকে খুব আকর্ষণ সৃষ্টি করে হাঁটতে ছিলো। হঠাত আল্লাহ তা‘আলা তাকে মাটির নিচে ধ্বসে দিলেন। সে ব্যক্তি কেয়ামত পর্যন্ত মাটির নিচের দিকে যেতে থাকবে। আল্লাহর কসম! আমার জানা নাই। সে লোক কি তোমাদের বংশের লোক ছিলো? না তোমার গোত্রের লোক ছিলো।