হযরত আবূ হুরায়রা রাযি. এর জীবনি
- হযরত আবু হুরায়রা (রা) এর নামের ব্যাপারে যথেষ্ট মতানৈক্য রয়েছে। অন্য কোনো সাহাবির ব্যাপারে যা নেই। এ ব্যপারে কেউ বিশ কেউ ত্রিশ কেউ চল্লিশটি মতামতও উল্লেখ করেছেন। তার রচিত ৩ খানা প্রসিদ্ধ কিতাব রয়েছে।
- তার কুনিয়ত বা উপনাম হলো আবূ হুরায়রা। এ কুনিয়ত এত বেশি প্রসিদ্ধ হয়েছে যে তার আসল নামইডাকা পড়ে আছে।
- তার নাম নিয়ে যেমন মতানৈক্য রয়েছে। তেমন তার পিতার নাম নিয়েও মতানৈক্য রয়েছে।
- হযরত আবূ হুরায়রা রাযি, এর গায়ের বং ছিল গন্দমী। দাঁত ছিল চমকদার, সামনের দুই দাতের মাঝে সামান্য ফাঁকা এবং সীনা প্রশস্ত ছিল। মাথায় বাবরী চুল ছিল। চুলগুলো দুইদিকে দুই কাধে রাখতেন। চুল ছিল সাদা আর রেশমের মতো কোমল। তার দারি লাল দেখা যেত কারণ তিনি মেহেদী ব্যবহার করতেন।
- গোত্রীয় পরিচয় হযরত আবূ হুরায়রা রাযি এর বংশীয় সম্পর্ক ছিল দাউস গোত্রের সাথে। আর দাউস হলো আয়দ গোত্রের একটি শাখা। তার পূর্বপুরুষ দাউসের নামে প্রসিদ্ধী লাভ করে দাউস বংশ।
- তার জন্ম হিজরতের চব্বিশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন এবং তার জন্ম নিজ গ্রামে।