আল্লাহ আমাদের কতো ভালো বাসেন।মহান আল্লাহ সর্বশক্তিমান যেকোনো কিছু করার একচ্ছত্র ক্ষমতাও তার। কুরআনুল কারিমের অনেক আয়াতে এসব ক্ষমতা বর্ণনা দিয়েছেন তিনি। মানুষ যেসব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ ভাবেন সেসব স্থানেও মহান আল্লাহ মানুষকে দেখিয়েছেন সমাধানের পথ। শুনিয়েছেন নেয়ামত ও কল্যাণের কথা। মানুষকে ব্যর্থতামুক্ত করতে তিনি নিজেই নিয়েছেন সে ভার। এসব ব্যর্থতা ও পারগতা থেকে বেরিয়ে আসতে শুধু প্রয়োজন তার ঐকান্তিক প্রচেষ্টা। মানুষের কিছু ব্যর্থতা ও তার সমাধান তুলে ধরা হলো-
মানুষ বলে, আমি ব্যর্থ ! আল্লাহ বলেন, অবশ্যই ঈমানদার সফল হয় (সূরা মুমিনুন: আয়াত:১)। মানুষ বলে, আমার জীবনে অনেক কষ্ট ! আল্লাহ বলেন,নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। (সূরা নাশরাহ: আয়াত:০৬)। মানুষ বলে, আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন,মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব(সূরা রূম: আয়াত:৪৭)। মানুষ বলে, আমি দেখতে খুবই খারাপ। আল্লাহ বলেন,আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। (সূরাত্বীন: আয়াত:০৪)। মানুষ বলে, আমার সঙ্গে কেউ নেই। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না ,আমি তোমাদের সঙ্গে আছি।
আমি শুনি এবং দেখি। (সূরা ত্বহা: আয়াত ৪৬)। মানুষ বলে, আমার গোনাহ অনেক বেশি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। (সূরা বাকারা: আয়াত:২২২)। সুবহানাল্লাহ !