আল্লাহ তায়ালা কেন ঘুমান না? এরকম প্রশ্ন আল্লাহর কাছে করেছিলো হযরত মূসা (আ:)
সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান প্রভু একমাত্র আল্লাহ তা’আলা। তিনি সবসময় জাগ্রত থাকেন। তার ঘুমানোর প্রয়োজন হয় না। একবার হযরত মূসা (আ:) এর কৌতুহল হল এবং আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে মাবুদ আপনি কখন ঘুমান?
আল্লাহ উত্তর দিলেন- তিনি ঘুমান না। ঘুমানোর প্রয়োজন হয় না। তখন মুসা (আ:) এর কাছে বিষয়টি খুব আশ্চর্য মনে হলো। কারণ, উনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন- ঘুম ছাড়া কোন প্রাণীই বাঁচে না। মানুষ তো ঘুম ছাড়া এক -দুই দিন ই টিকত পারে না। মহান রাব্বুল আলামিন মূসা (আ:) এর মনের অবস্থা বুঝে বললেন, আচ্ছা তুমি একটা কাজ কর। তুমি তোমার দুই হাতে দুই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। দেখি কতক্ষণ থাকতে পারো।
মূসা (আ:) মনে মনে বললেন, এ আর এমন কি কাজ? তিনি এ গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ঘন্টার পর ঘন্টা যায়। তিনি গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন। মাঝে মাঝে জীমুনি আসে, কিন্তু তিনি মনে মনে জিদ করেছেন যে, না কোনভাবেই অসতর্ক হওয়া যাবে না। তিনি শক্তভাবে গ্লাসগুলো চেপে ধরে রাখছেন। কিন্তু এভাবে কতক্ষণ। তিনিও তো একজন মানুষ। কিছুক্ষণ পর উনার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেল। লজ্জা পেয়ে গেলেন। মনে মনে বললেন হায় হায় ! আল্লাহর দেওয়া এই সামান্য হুকুমটিও আমি করতে পারলাম না।
আল্লাহ তখন মূসা (আ:) জানালেন, হে মূসা! কি হলো? হে মূসা! আমি যদি এক মুহূর্তের জন্য ঘুমাই তাহলে এই সমগ্র সৃষ্টি জগত ও মহাবিশ্ব- যা এতক্ষণ সুন্দর ভাবে চলছে কোথাও কোন বিশৃঙ্খলা হচ্ছে না- তার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। একে অপরের সাথে সংঘর্ষে, মুহূর্তেই তা বিলীন হয়ে যাবে। আমি এসব কিছুকে সুন্দরভাবে ধরে রেখেছি বিধায় তা ঠিকভাবে চলছে। মূসা (আ:) বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে এরকম প্রশ্ন করার জন্য মাফ চাইলেন।