আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি

একবার হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামীন তুমি যখন তোমার কোন বান্দার উপরের রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি কর। আল্লাহ তাআলা বললেন মুসা আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি।

হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি যদি তোমার কোন বান্দার উপর তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি কর? আল্লাহ তা’আলা বললেন মুসা তাহলে আমি আমার সেই বান্দাকে দুইটি কন্যা সন্তান দেই। হযরত মুসা আঃ আবারও বললেন, তুমি যদি কোন বান্দার উপরে এর চাইতে বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তা’আলা বললেন আমি আমার সেই বান্দাকে তিনটা কন্যা সন্তান দান করি।

আল্লাহ তা’আলা বলেন যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর। কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ নিজেই তার শক্তি হয়ে যাই। সুবহানাল্লাহ।

 কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

কাবা শরীফ নির্মাণের ইতিহাস

জনপ্রিয় শিক্ষক ফাহাদ স্যার গ্রেফতার ও তার জীবনি সম্পর্কে,,

Leave a Comment