আমরা মুসলমান ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) ঘোষণা দিয়েছেন-ইলম তালাশ করা প্রত্যেক নারী পুরুষের জন্য আবশ্যক। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইলশ তথা জ্ঞান অর্জন করে থাকি। কিন্তু আমরা পার্থিব জ্ঞান অর্জন করতে গিয়ে দ্বীনি ইলমের কথা ভুলে যাই। নিজের ক্যারিয়ার গঠন করতে গিয়ে সর্বদা ব্যস্ত থাকি। অথচ আমাদের জন্য দ্বীনী ইলম ফরজ করা হয়েছে। আমরা মুসলিম হয়েও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। এ থেকে আমাদের কি লজ্জা হয় না? কুরআনের প্রতি কোন আগ্রহ আমাদের মধ্যে নেই।দ্বীনি ইলম অর্জনের ব্যাপারে কুরআনে বারবার তাগিদ দিয়েছেন জ্ঞান অর্জন জান্নাতের পথকে শুগম করে।
যে জ্ঞান অর্জনের পথে বের হয় সে আল্লাহর পথে বের হয় (আল হাদিস, তিরমিজি)। কিন্তু দুনিয়ার জ্ঞান অর্জন করাও দরকার আছে।বরং সেটা শুধু দুনিয়া পর্যন্তই কাজে আসবে। কিন্তু দ্বীনী ইলম দুনিয়া এবং আখিরাত দুটোর জন্যই দরকার। আমরা যেন এটা কখনোই ভুলে না যাই যে আমাদের ইলম অর্জন করতে হবে।যতটুকু অর্জন করবো তা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। নবীজি (সা.) ইরশাদ করেছেন তোমরা তোমাদের দ্বীনকে বা ঈমানকে খাটি করো- অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। হে আল্লাহ! আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যানকর জ্ঞান দান করুন।আমিন।