ঈদ মোবারক……ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ উল ফিতর মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা রমজান মাসের সিয়াম (রোজা) শেষ হওয়ার পর পালিত হয়। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং মুসলমানদের জন্য আনন্দের এবং ধন্যবাদ দেওয়ার সময়। ঈদ উল ফিতর মূলত পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ, দান-খয়রাত করা এবং ঈদের নামাজ আদায় করার মাধ্যমে পালন করা হয়। এদিনে মুসলমানরা নতুন পোশাক পরিধান করেন, একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিলিত হন এবং দানে অংশ নেন, বিশেষত দরিদ্রদের সাহায্য করার জন্য। ঈদ উল ফিতর আনন্দ, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সারাদেশে আনন্দের জোয়ার, চারদিকে উৎসবের আমেজ। কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা পেরিয়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ছুটছে আপন ঠিকানায়। in short
হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও ক্লান্তি ভুলে ট্রেন, বাস লঞ্চ গাদাগাদি করে ফিরছে তারা, শুধু একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। in short
শহরের কোলাহল ছেড়ে গ্রামে ফেরা মায়ের হাতে রান্না, ঈদের নতুন পোশাক পরিধান করে সবাই ইদগাহ ময়দানে জামায়েতের সাথে নামাজ আদায় করবে। in short
সব মিলিয়ে ভালোবাসা আর উচ্ছ্বাসে ভরা এক মুহূর্র্ত। ঈদ মানেই মিলন, ঈদ মানেই ভালোবাসার বন্ধন।
আমি আমার আন্তরের অন্থল থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ঈদ যেন সহিসালামতে কাটাতে পারেন ও সবাই মিলে মিশে ইসলাম অনুসারে জীবন-যাপন পালন করুন। in short