উদ্ভিদ বিজ্ঞানী মোহাম্মদ আজহারুল

উদ্ভিদ বিজ্ঞানী মোহাম্মদ আজহারুল

উদ্ভিদ বিজ্ঞানী মোহাম্মদ আজহারুল ইসলাম খানের কর্মকান্ড নিয়ে আলোচনা। ফেসবুকে গাছ নিয়ে আজহারুল ইসলাম খানের ভিডিও বার্তা দেন। ছোটবেলা থেকেই আজহারুল ইসলাম ছিলেন একজন গাছপাগল মানুষ্। তিনি পড়াশোনার চেয়েও বেশি সময় ব্যয় করতেন গাছ দেখাশোনায়। in short

গাছের প্রতি তার আগ্রহ এতটাই তীব্র হয়ে ‍উঠেছিল যে এই কাজ করতে গিয়ে বাবার কাছে বকা শুনে ঘর ছেড়েও চলে গিয়েছিলেন। তবুও নিজের শখ বা ভালোবাসার কাাজে আপস করেননি। সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বৃক্ষকে আপন করে পার করেছেন জীবনের অনেকটা সময়। in short

তার সমস্ত প্রশান্তি যেন বৃক্ষ জুড়েই ৫০ অর্র্ধ বয়সেও তিনি গাছের সাথে নিবিড় সম্পর্র্ক রেখেছেন।ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদের সন্ধানে ঘুরে বেড়ান বোটানিক্যাল গার্র্ডেন থেকে রাস্তাঘাট ও বন জঙ্গলে। নিজের ভিডিওতে তিনি উদ্ভিদের গুনাগুন ব্যাখ্যা করলেও তা ব্যবহারের ক্ষেত্রে ভেসোজ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্র্শ দেন। ভিডিওতে বিভিন্ন সুপরিচিত গাছ ও ফুলের বর্র্ণনা দেন। in short

আজহারুল ইসলাম পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। পড়াশোনা শেষে দীর্ঘ ২৭ বছর একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি উদ্ভিদ চেনানোর কাজ ছাড়াও বর্তমানে একটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও পেশাগত কারণে থাকেন রাজধানীর মিরপুরে। in short

উদ্ভিদ নিয়ে আজহারুল এর কাজ করা শুরুটা হয়েছিল বহু আগে। ১৯৮৩ সালে তখন মানুষ বাগান বিলাস সেভাবে চিন্তনা।

.কোন বিজ্ঞানী জাহাজ আবিষ্কার করেন?

Leave a Comment