এইডস হচ্ছে এমন একটি মারাত্মক ব্যাধি; যা এইচআইভি ভাইরাস সংক্রমণের মাধ্যমে রোগীর দেহে প্রবেশ করে। এইচআইভি সংক্রমণের মাধ্যমে রোগীর দেহে প্রবেশ করে। এইচআইভি সংক্রমিত পুরুষ বা মহিলার সাথে যৌন মিলন কিংবা এইচআইভি বহণকারী অন্যের রক্ত শরীরে সঞ্চালনের ফলে এ রোগ হয়। তাছাড়া এইডস ভাইরাসযুক্ত সিরিঞ্জ, পুজ, অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে, সমকামিতার মাধ্যমে, আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে অথাব আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে এ রোগ ছাড়াতে পারে।
এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্তের সঙ্গে সুস্থ ব্যক্তির রক্তের সংস্পর্শ ঘটলে; যেমন – উভয়ের কাটা, ফোঁড়া, ঘা, ক্ষত ইত্যাদির মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্তপাতি ও কান- নাক ফোঁড়ার পুঁজ ইত্যাদির জীবাণুমুক্ত না করে ব্যবহারের ফলে এ রোগ ছড়াতে পারে। এইচআইভি সংক্রামিত অঙ্গ যেমন- কর্ণিয়া, হৃদপিন্ড,কিডনি, লিভার প্রভৃতি যা কোষসমষ্টি কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ হতে পারে।