কখনোই ধৈর্য হারাবেন না Never lose patience!

কারণ ধৈর্য ব্যক্তি জীবনের বড় গুন।

কখনোই ধৈর্য হারাবেন না। কারণ একদিন ইমাম হাসান বসরি (রা:) কে জিজ্ঞাস করা হয়েছিলো যে মানুষ আপনাকে কতো কিছু বলে। অথচ আপনি এভাবে উদাসীন থাকেন কেনো? হাসান আল বসরি (রা.) জবাব দিলেন, আমি দুনিয়াতে জন্মেছিলাম একা. যেদিন মারা যাবো সেদিনও আমি একাকী থাকবো. কবরে আমি একাই শায়িত হবো। সেদিন আল্লাহকে সামনে রেখে সর্বকাজের হিসাব দিবো। সেদিনও আমাকে একাই দাঁড়াতে হবে তার সামনে। এরপর যদি আমার জন্য একাই পুড়তে হবে।

আর যদি জান্নাতের ফয়সালা হয়,সেখানেও আমি একাই প্রবেশ করবো। তাই মানুষ কি বললো না বললো তাতে আমার কিই বা আসে যায়? মানুষের সাথে আমার কি? আল্লাহ সুব‘হানাহু ওয়া তা‘আলা কুরআনে এই সম্পর্কে বলছেন লোকে যা বলে তুমি তাকে ধৈর্য্যধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করো। (সূরা আল মুযাম্মিল-১০) । হুম আল্লাহ জানেন আমরা কে কেমন আর তিনি জানলেই যথেষ্ঠ। কে তোমার সম্পর্কে বাজে মন্তব্য করল … আর কে ভালো মন্তব্য করলো সেটাই নিয়ে চিন্তা, মন খারাপ করে বসে থেকে কি লাভ…? হে আল্লাহ আপনি সবাইকে যে কোন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শক্তি দিন….. ! …আমিন…!

দয়াল চন্দ্রের ইংলিশ শেখার গল্প

২০২৬ বিশ্বকাপে মেসি কি থাকছেন

Leave a Comment