কবর খনন করে দুইজন ব্যক্তি সেই কবরের ভেতরে প্রবেশ করে। ভেতরে থাকার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল। ওই দুজন ব্যক্তি কবরের ভেতর প্রবেশ করে নাচ গান আমদ ফুর্তি শুরু করে দিয়েছিল। পাইপ দিয়ে খাবার এবং পানি নিয়ে কবরের মধ্যে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন রাত্রি নেমে এলো তখন আল্লাহর গজব তাদের উপর নাযিল হলো।
হঠাৎ করেই প্রচন্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। জমিন থেকে কবরের ভিতরে পাইপ দিয়ে কবরের মধ্যে পানি ঢুকে তাদের বিছানা পত্র ভিজে যায়। এমন একটা পরিস্থিতি হয়েছিল তারা যদি আর কিছুক্ষণ সেখানে থাকতো তাহলে কবরের ভেতরেই মারা যেত। কবরের বাইরে থাকা মানুষগুলো দ্রুত ওই কবর খনন করে তাদেরকে ভেতর থেকে উদ্ধার করেন।
কবর নিয়ে তামাশার পরিণাম আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। ইসলাম ধর্মকে ভালবেসে থাকলে কমেন্টে আল্লাহ লিখে যাবেন।