কর্নাটকের প্রথম যুদ্ধ

কর্নাটকের প্রথম যুদ্ধ….. কর্নাটকের প্রথম যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে,,,,,,,

অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে ১৯৭০ খ্রিস্টাব্দে এ নিয়ে বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষিতেই ইংল্যান্ড ও ফ্রান্স পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়। ইউরোপের সৃষ্ট এ দ্বন্দ্ব ভারতে অবস্থিত ফরাসি ও ইংরেজ বর্ণিত কর্তৃপক্ষের মধ্যেও সঞ্চারিত হয়। অবস্থায় মাদ্রাজের ইংরেজ কর্তৃপক্ষ এবং পন্ডিচেরিতে ফরাসি কর্তৃপক্ষ উভয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতিতে শুরু করে। in short

দাক্ষিণাত্যের ফরাসী সেনাপতি ঢুকলে ভারতবর্ষে ইঙ্গ-ফরাসি শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছিল। কিন্তু ইংরেজরা তাতে কর্ণপাত না করে কয়েকটি ফরাসে জাহাজ জোর করে দখল করে নেয় এবং পন্ডিচেরিতে ফরাসি ঘাঁটি আক্রমণ করতে উদ্যত হয়। in short

১৯৪৫ খ্রিস্টাব্দের সেনাপতি ডুপ্লে কর্নাটকের নবাব আনোয়ার উদ্দিনকে অনুরোধ করেন যেন ইংরেজরা তার রাজ্যে ফরাসিদের আক্রমণ না করে। এদিকে তিনি নবাবের সাথে চুক্তি করেন যে ফরাসিরা মাদ্রাজের ইংরেজ খাঁটি দখল করতে পারলে তা নবাবকে হস্তান্তর করবে। যা হোক, সে সময় দাক্ষিণাত্যে ফরাসিদের নৌবহর না থাকায় ঢুকলে মরিশাসের ফরাসি গভর্নর লা বুড়োদের সাহায্য কামনা করেন। in shotr

লা বুরদন শক্তিশালী নৌবহর উপস্থিত হলে ইংরেজ নৌ সেনাপতি বুরদনের সাথে লড়াই করতে সাহস পেলেন না। তিনি মাদ্রাজ কঠিন অরক্ষিত রেখেই তার বাহিনীর সহ হুগলিতে চলে যান। ফলে বুরদন বাহিনী সহজেই মাদ্রাজ দখল করে নেয়। সেনাপতি বুরদন উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে মাদ্রাজকে ইংরেজদের কাছে হস্তান্তর করতে চাইলেন। কিন্তু সেনাপতি ডুপ্লে এতে রাজি হলেন না। ফলে বুরদনর সাথে দ্বন্দ্ব হলো, বুরদন তার নৌবহর সহ মরিশাসে ফিরে যান। in short

এদিকে প্রতিশ্রুতি ভেঙে মাদ্রাজকে নিজ নিয়ন্ত্রণে রাখায় কর্ণাটকের রাজার সাথেও ডুপ্লের দ্বন্দ্ব হয়। নবাব আনোয়ারউদ্দিন দুপুরের বিরুদ্ধে 10000 সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। কিন্তু নবাব বাহিনী মাত্র পাঁচশো সৈন্যের ফরাসি বাহিনীর নিকট পরাজিত হয়। এটি ইতিহাসে কর্নাটকের প্রথমযুদ্ধ নামে পরিচিত।

উদ্ভিদ বিজ্ঞানী মোহাম্মদ আজহারুল এর পরিচয় ও উদ্ভাবন সম্পর্কে জেনে নেওয়া যাক…..

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন dailystory0.5

Leave a Comment