কাবা ঘরে আবাবিল পাখি তাওয়াফ করছে

কাবা ঘরে আবার দেখা গেল আবাবিল পাখির দৃশ্য। প্রায় ১৫শ বছর পূর্বে ইয়েমেনের রাজা আব্রাহা  কাবা ঘরকে ধ্বংস করার জন্য ৬০ হাজার সৈন্য ও কয়েক হাজার হাতে নিয়ে মক্কার দিকে রওনা হয়। যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি চলে আসে তখন আল্লাহ তা’আলা হাজার হাজার  আবাবিল পাখিকে প্রেরণ করেন।

পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুইটি ও ঠোটে একটি করে পাথর নিয়ে আসে। সেই পাথরগুলো আগুনের স্ফুলিঙ্গ হয়ে পুরো বাহিনীকে ধুলার সাথে মিশিয়ে দেয়। সেই হাজার হাজার আবাবিল পাখি আবারো দেখা গেল কাবা ঘরের উপরে। মক্কাবাসীরা এটা দেখে অনেক খুশি আর বলছে এই আবাবিল পাখিগুলো কাবাঘরকে তাওয়াফ করতে এসেছে।

কাবা ঘরের উপরে এরকম আবাবিল পাখির দৃশ্য দেখতে পায়। এটাকে আল্লাহ তালার নিয়ামত হিসাবে গ্রহণ করে নিয়েছে মক্কাবাসীরা। আল্লাহ তায়ালা আল-কুরআনে আবাবিল পাখির কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ !

আল্লাহ তালাকে ভালোবেসে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।

কবুতরের পা কেন লাল হয়?

স্মৃতি শক্তি বৃদ্ধি করার উপায় !

সুখী হতে চাইলে এই যে বিষয় গুলো মনে রাখবেন

Leave a Comment