প্রথমেই কাবাকে তৈরি করল ফেরেশতারা। তারপর তৈরি করল সাইয়েদিনা আদম আলাইহি ওয়াসাল্লাম। তারপর সাইয়েদেনা নূহ (আঃ)-এর সময় কালে এমন প্লাবন বন্যা হলো যে কাবাসহ যা কিছু ছিল সবকিছু ভেঙেচুরে শেষ করে দিয়েছিল। নূহ আঃ আবার কাবাকে সংস্কার করলেন।
এরপর কাবাকে সংস্করণ করলেন সাইয়েদারা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ একটা নির্দেশনা দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করব কিন্তু উনি তো এত লম্বা ছিল না। এত লম্বা করে বানাবে কেমনে।
আর উপরের দিকে উঠতে পারেনা তখন আল্লাহ বলেন জান্নাত একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও। মন চাইলে উপরে উঠে যাবে মন চাইলে নিচে নেমে যেতে পারবে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তা’আলা নবী রাসুলের মাধ্যমে কাবা ঘরের কাজ সম্পন্ন করেছেন।