কার্ডিয়াক পেশী কি? 

কার্ডিয়াক পেশী বা  হৃৎপেশি েএক  বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অর্থাৎ এ পেশির টিস্যুর সংকোচন প্রসারণ  প্রাণীর ইচ্ছাধীন নয়। এ পেশির গঠন ঐচ্ছিক পেশির মত  কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো।মানব ভূণের একটি বিশেষ  পর্যায় থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কার্ডিয়াক পেশির সংকোচন ও প্রসারেণের মাধ্যমে রক্ত চলাচল প্রক্রিয়া চালু রাখে বা সচল রাখে।

প্রোক্যারিওটিক সেল কি?

রুপান্তরিত প্লাস্টিড কী?

Leave a Comment