কালীপ্রসন্ন ঘোষ এর জীবনি !

 কালীপ্রসন্ন ঘোষ ঢাকা জেলার বিক্রমপুরে ভরাকর গ্রামে ১৮৪৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ- প্রভাত- চিন্তা, নিভৃত- চিন্তা,নিশীথ- চিন্তা প্রভৃতি। কালীপ্রসন্ন ঘোষ ১৯১০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর ‘পারিব না’ কবিতার বিখ্যাত পঙ্গুক্তি হলো-

পারিব না এ কথাটি বলিও না আর

কেন পারিবে না তাহা ভাবো একবার,

পাঁচজনে পারে যাহা,

তুমিও পারিবে তাহা,

পারকি না পার কর যতন আবার

একবার না পারিলে দেখ শতবার।

সেলিম আল দীন এর পরিচয়

বিখ্যাত কবি রাবেয়া খাতুন

মুনীর চৌধুরীর জীবনি

Leave a Comment