সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববুকে আগমন এবং তার তিরোধানের মাধ্যমেই কিয়ামতের আগমনবার্তা এসে গেছে। এটাই কিয়ামতের প্রথম নিদর্শন বা আলামত। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূপৃষ্ঠে আগমনের পর পূন্যতা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় নিদর্শন নবুওয়াত ও রিসালাত এর দ্বারা চিরতরে সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে।
সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়বিদারক, অনিবার্য তিরোধানের পর ঐশীবাণী তথা আসমানী ওহীর সিলসিলাটিও রুদ্ধ হয়ে গেছে। তাছাড়া হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ জিহাদের হুকুম জারি হওয়া কিয়ামতের একটি আলামত। যেন তিনি এই জিহাদের মাধ্যমে দুনিয়ার সকল তান্ডবী ও বাতিল শক্তিকে প্রতিহত করে দুনিয়াকে সকল পস্কিলতা থেকে মুক্ত করতে পারেন। এ সবই হলে কিয়ামতের আলামত, তবে এখানে কিয়ামতের সুনির্দিষ্ট কিছু আলামত আছে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।