কোরবানি কাদের ওপর ওয়াজিব…..কোরবানি কাদের ওপর ওয়াজিব এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো…..
কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং অনেক আলেমের মতে, সামথ্যবান মুসলিমদের জন্য তা প্রায় ফরজের ন্যায় গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কারণে কোরবানি ওয়াজিব হয়…..
কোরবানি কাদের ওপর :
১ । প্রথমত ইসলাম ধর্মের অনুসারী হতে হবে…..অমুসলিমদের উপর কোরবানি ওয়াজিব নয়।
২। নিজের মধ্যে কোরবানি দেওয়ার মানসিক চাহিদা ও ভারসাম্যপূর্র্ণ হতে হবে।
৩। নিসাব পরিমান সম্পদের মালিক হতে হবেব-
- যে ব্যক্তির নিকট কোরবানি ঈদের দিন (১০ জিলহজ) সুহবে সাদিকক থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত নিসাব পরিমান সম্পদ তাকে , তার ওপর কোরবানি ওয়াজিব হয়।
- নিসাব: প্রায় ৭.৫ তোলা (৬১২.৩৬ গ্রাম)) সোনা বা ২.৫ তোলা (৪২৭.৫ গ্রাম) রূপা বা সমমূল্যের সম্পদ বা নগদ অর্থ থাকে।
- কোরবানির দিনে নির্দিষ্ট সমময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি ওয়াজিব হয়।
- নারী বা পুরুষ উভয়ের উপরই কোরবানি ওয়াজিব হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।
এছাড়াও পবিত্র কোরআনে কোরবানির উপর হাদিস এসেছে…….মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে সকল মুসলমানের উপর কোরবানি ওয়াজিব ….যদি তার নিসাব পরিমান সম্পদ থেকে থাকে। তাই আমাদের উচিত কৃৃপণতা না করে. আল্লাহর সন্তুষ্টি অর্জন পরকালে মুক্তির জন্য এই ইবাদত পালন করবো। ইনশাল্লাহ !
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন @dailystory0.5