ক্রিকেটার বিরাট কোহিলি (king virat kohli)

ক্রিকেট বিশ্বে বহুদিন ধরে মুকুটহীন সম্রাট বিরাট কোহলি। হাতের ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করে চলছেন পৃথিবী নামক গৃহে ক্রিকেট সাম্রাজ্য টাকে। সব ধরনের পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে রান তারাই বিরাট কোহলিই সর্বকালের সেরা দেশ সেরা। চাপ, পরিস্থিতি, প্রতিপক্ষ কিংবা প্রতিপক্ষের বোলিং ইউনিট সবকিছুকে উপেক্ষা করে নিত্য একের পর এক ইতিহাস রচনা করে যাচ্ছেন তিনি। ৫৫ বছর ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত মাঠে নেমেছেন প্রায় সাড়ে চার হাজার ক্রিকেটার। এদের মধ্যে ৮ হাজার রানের ফলক ছুতে পেরেছেন মাত্র ৩৩ জন। অন্যদিকে ওয়ানডেতে কোহলি শুধু রান চেইজ করতে নেমেই করেছেন আট হাজারের বেশি রান।

এমন কৃতিত্ব ছিল শুধুমাত্র শচীন টেন্ডুলকারের, ২৩২ ইনিংসে তার সংগ্রহ ৮৭২০ রান । আর কোহলি  ১৫৯ ইনিংসে রান চেজ করতে নেমেই ৮হাজার ৬৩ রান করে ফেলেছেন। মাঠে নেমে অন্তত পাঁচ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলি ছাড়া আর কারো গড়ই ৫০ নয়। তালিকার নাম গুলো দেখুন, রান চেজ করতে নেমে কোহলির সতীর্থ ও ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ৬১১৫ রান করেছেন ৪৯.৭১ গড়ে, জয়াসুরিয়া ৫৭৪২ রান করেছেন ২৯.৪৪ গড়ে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিসের রান ৪৪.৯৫ গড়ে ৫৫৭৫,ক্রিস গেইল ৫৫৫৯ রান করেছেন ৩৯.৯৯ গড়ে. ৪২.৭১ গড়ে ব্রায়ান লারার রান ৫৪২৫।  আর কোহলি ৮ হাজার ৬৩ রান করেছেন ৬৪.৫০ গড়ে।

গত এক যুগ ধরেই নিজেকে একজন আদর্শ চেজ মাস্টার রূপান্তর করেছেন বিরাট। রানতারায় সত্যিই  তিনি তুল্যহীন।, ভারত আগে ব্যাট করেছে এমন ম্যাচে কোহলির সেঞ্চুরি ২৩ টি পরে ব্যাট করে এমন ম্যাচে আটাশটি, যার মধ্যে ২৪টিতে জিতেছেন ভারত। আবার এর চোদ্দতিতে তিনি ছিলেন অপরাজিত। আগে ব্যাট করে কোহলির ফিফটি যেখানে ৩৩ টি, পরে ব্যাট করে তা ৪১। এটাই কিংবদন্তি কোহলি  নামক উপেক্ষা।

তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

Leave a Comment