চর্যাপদের মোট পদকর্তা ২৪ জন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ‘র মতে- চর্যাপদের প্রাচীন কবি শবরপা এবং আধুনিকতম কবি সরহ বা ভুসুকু। ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। লুই, শবর, কক্কুরী,বিরুআ, গুশুরী, চাটিল, ভুসুক, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী ,শান্তি মহিত্তা, বীনা, সরহ, আজদেব, ঢেগুণ, দারেক, ভাদে, তাড়ক, কস্কণ, জয়নন্দি, ধাম, তন্ত্রী ও লাড়ীডোম্বী।
পদকর্তাদের নামের শেষে সন্মানসূচক পা যোগ করা হয়। যেমন-লুই থেকে লুইপা, শবর থেকে শবরপা।
. চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি-
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে হবে শবরপা। ড. হরপ্রসাদশাস্ত্রীসহ অধিকাংশের মতে লুইপা।
পদকর্তা রচিতপদের সংখ্যা পদকর্তা রচিত পদের সংখ্যা
কাহ্নপা ১৩ টি শান্তিপা ২ টি
ভুসুকুপা ৮ টি কুক্কুরীপা ৩ টি
সরহপা ৪ টি অবশিষ্টরা প্রত্যেকে ১টি করে।
লুইপা ২ টি লাড়ীডোম্বীপা কোনো পদ পাওয়া যায়নি।