চাচা হেনা কোথায়,,,চাচা হেনা কোথায় বাড়িঘর এতো সাজানো কেন?
চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া `প্রেমের সমাধি সিনেমার’ চাচা হেনা কোথায় এই সংলাপে পুরো মেতেছে জেনজি প্রজন্ম। এই দৃশ্যটিতে পর্র্দায় ছিলেন আনোয়ার ও বাপ্পারাজ। এ ছবির মূল নায়ক ছিলেন অমিত হাসান। এই সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা শাবনাজ। এদিকে সোশাল মিডিয়ায় শাবনাজের জীবননসঙ্গী নাইমের একটি ফটোকার্ডর্ ছড়ানো হয়েছে যেখানে লেখা রয়েছে বিশ্বাস করুন হেনা আমার কাছে। in short
শাবনাজ ছিলেন ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। প্রেমের সমাধি চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগেই চিত্রনায়ক নাইমকে বিয়ে করেন এই অভিনেত্রী। চিত্রনায়িকা শাবনাজের আসল নাম সাবরিনা তানিয়া। তার জন্ম মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। নাট্যশিল্পী সম ও হুমায়ুনের তিন মেয়ের মধ্যে বড় মেয়ে শাহনাজ। in short
১৯৭১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনাজ। এই চাঁদনী চলচ্চিত্রে নায়িকা শাবনাজের বিপরীতে অভিষেক হয় বাংলা চলচ্চিত্রের। আরেক সুদর্শন অভিনেতা নাইমের চাঁদনী চলচ্চিত্রটি সুপার হিট পাওয়ার ফলে মাবনাজ নাইম জুটির অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। in short
৯০ দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্র পেয়ে যায় এক সফল জুটি। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র জগতে কয়েক বছরের ক্যারিয়ারে শাবনাজ নায়েম জুটি এক সঙ্গে অভিনয় করেছে প্রায় ২০টি চলচ্চিত্রে। এই জুটির একসঙ্গে করা শেষ কাজ ১৯৯৪ সালে ঘরে ঘরে। সেই বছর নাইম প্রতিষ্ঠা করে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাইম প্রোডাকশন।
একই বছর নাইমের প্রোডাকশন থেকে বের করা হয় আগুন জলে নামে চলচ্চিত্র। নাইমের ছোট বেলা কাটে টাঙ্গাইলে। মায়ের বংশের দিক দিয়ে টাঙ্গাইলের করটিয়ার জমিদার বাড়ির সন্তান তিনি।