জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনীমের পরিচয়

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনীমের পরিচয়…..জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনীমের পরিচয়…..

হাজার বা লাখ টাকা নয় , সুনেহরা দেখিয়ে দিয়েছেন  মাত্র ৩০০ টাকার শাড়ি পরেও ফ্যাশন  ব্লক করা যায়। টাকা পয়সা থেকে গাড়ি-বাড়ি সবকিছুই আছে তার। বিয়ের পরও তিনি কম খরচে ফুটপাতে জিনিস ক্রয় করেন। এরপর সেসব ব্যবহার করেই নিজেকে সবার সামনে তুলে ধরেন। চমৎকার ভিডিও গ্রাফির সাথে নতুন নতুন থীমে তার ব্লক গুলো হয় দুর্দান্ত। তিনি যাই করেন তাতেই যেন মানিয়ে যায়। সুনেহরার সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না। এছাড়াও ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসপত্র প্রমোট করার সৎ সাহস সবার থাকে না। সুনেহরার মধ্যে সে সৎ সাহস আছে।

সুনেহরা দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছে। দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকা ঙ্খির সংখ্যা বেড়েই চলছে। যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদামাটা হবে । শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোন রিং লাইট ব্যবহার করতেন না । লাইট হিসেবে ব্যবহার করতেন টেবিল ল্যাম্প । ২০১৮ সালের দিকে  সুনেহরার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না । তিনি ইনস্টাগ্রামেই কনটেন্ট বানাতেন । এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের  সঙ্গে কাজ করতে থাকেন এভাবেই একটা পরিচিতি চলে আসে।

তিনি যখন নিজের কনটেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন। এভাবে এই সেক্টরে তার নামটা ছড়িয়ে পড়ে। instagram থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সুনেহরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সব প্লাটফর্মে সক্রিয়। তবে কনটেন্ট বানিয়ে কোন রকমের টিকে থাকেননি তিনি সময়ের সাথে তার ভিডিওতেও আসে নতুনত্ব। এজন্য তাকে বেশ সময় ব্যয় করতে হয়। কনটেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামা কাপড় কে প্রাধান্য দেন। বিশেষ করে শাড়ি ও কামিজ। তার ভিডিও গুলো হয় নতুন নতুন আঙ্গিকে।মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকে বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন। আর এটাই তার ব্লগিংয়ের বিশেষত্ব। 

সুনেহরা তাসনীমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতে। তিনি ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেন। তারপর ভর্তি হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছে। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন। তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি তার। অনেকেই তাকে ইনফ্লুয়েন্সার বললেও তিনি তাকে পরিচয় করেন কনটেন্ট ক্রিয়েটের হিসেবে। বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ১১ লাখের ও বেশি। এছাড়াও ইনস্টাগ্রামে তাকে  মানুষ বহুবহু মানুষ ফলো করছে। দিনকে দিন এই সংখ্যাটা আরো বেড়ে চলছে।

তিনি কোন ভিডিও দিলেই সেখানে লাইক কমেন্ট আর ভিউজের কমতি থাকে না। নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতে রাখেননি তিনি। কেনাকাটায় বেশ চালাক হওয়ায় সময় পেলেই রাজধানীর অলিগলিতে ঘুরে বেড়ান। কম দামের সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না। ভবিষ্যতে সুনেহরা ক্লদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান। পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্য কাজ করতে চান সুনেহরা। এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে কুকুর বিড়ালদের আশ্রয় দেওয়া হবে।

সুনেহরার সঙ্গে প্রায়ই দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে। দুজনের সম্পর্ক নিয়েও বহু জল্পনা কল্পনা রয়েছে।

আরও পড়ুন ধ্রুব রাঠির ইউটিউবার হওয়ার গল্প

ইউটিউব চ্যানেল @dailystory0.5

Leave a Comment